বাউফলে টিচার্স ক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

পটুয়াখালীর বাউফল টিচার্স ক্লাবের বার্ষিক বনভোজন-২০২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার সকাল ৯ টায় শিক্ষকদের নিয়ে উপজেলা চত্বর নদীঘাট থেকে একটি ট্রলার ছেড়ে গিয়ে দুপুর ১২ টায় পাশ্ববর্তী দশমিনা উপজেলার শাহজালাল চরে গিয়ে পৌছায়। পরে সেখানে আনন্দঘন পরিবেশে এ বনভোজন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার প্রাথমিক,মাধ্যমিক,কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষকরা অংশ গ্রহন করেন। টিচার্স ক্লাব বাউফলের এটা দ্বিতীয়তম বার্ষিক বনভোজন অনুষ্ঠান। বনভোজনে অংশ নেয়া শিক্ষকরা ফুটবল খেলা, দাবা প্রতিযোগীতা, কুইজ প্রতিযোগীতাসহ নানা আকর্ষনীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিন আনন্দ উপভোগ করেন। এ সময়ে প্রত্যেক শিক্ষককে একটি করে টিচার্স ক্লাব নাম লিখিত গেঞ্জি ও ক্যাপ প্রদান করা হয়। কেউ কেউ ছিলেন রান্নার কাজে সহযোগীতায় ব্যস্ত। রান্না শেষে অত্যন্ত সুশৃংখলভাবে বিকেল ৪ টার দিকে দুপুরের খাবার শেষে আবার গন্তব্যের উদ্দ্যেশে ট্রলারটি ছেড়ে রাত ৭ টার দিকে উপজেলা চতর¡ নদী ঘাটে এসে পৌছায়। পরে বনভোজন পরিচালনা কমিটির আহ্বায়ক বাউফল প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. কামরুজ্জামান খান ফিরোজ ও সদস্য সচিব বাউফল সরকারি কলেজের শিক্ষক আবু ইউসুফকে ধন্যবাদ জানান বনভোজনে অংশ নেয়া শিক্ষকবৃন্দ।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD