বাউফলে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

পটুয়াখালী বাউফলে তেঁতুলিয়া নদীর ভাঙ্গনের চিত্র স্বচক্ষে দেখতে আজ রোববার দুপুরে ধূলিয়ার ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক (এমপি)। পরে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, বরিশাল ও পটুয়াখালী শাখার বাস্তবায়নে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন হতে ধূলিয়া লঞ্চঘাট হতে পাশ্ববর্তী উপজেলা বাকেরগঞ্জের দুর্গাপাশা রক্ষা প্রকল্পের আওতায় নদী তীর সংরক্ষন কাজের শুভ উদ্বোধন করেন তিনি। এ সময়ে প্রতিমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক চীফ হইপ ও সরকারি ক্রয়সংক্রান্ত প্রতিষ্ঠানের সভাপতি আ.স.ম ফিরোজ(এমপি),বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য মেজর জেনারেল (অব) আব্দুল হাফিজ, কালিশুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নেছার উদ্দিন শিকদার, কেশবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সালেহ উদ্দিন পিকু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এনায়েত হোসেন খান সানা,ধূলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির প্রমুখ।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে তেঁতুলিয়া নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করে। ফলে নদী গর্ভে প্রতিনিয়ত বিলীন হয়ে যাচ্ছে ফসলি জমি ,গাছপালা, ঘরবাড়ী, ব্যবসা প্রতিষ্ঠানসহ মসজিদ ও মাদ্রাসা। ভাঙ্গনের কবল থেকে রক্ষা পেতে এলাকাবাসী দীর্ঘদিন ধরে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালন করে আসছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD