বৈবাহিক ধর্ষণ: আদালতের রায়ে চটেছেন তাপসী

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা শনিবার, ২৮ আগস্ট, ২০২১
বৈবাহিক ধর্ষণ: আদালতের রায়ে চটেছেন তাপসী

স্ত্রীর ইচ্ছার বাইরে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয় বলে সম্প্রতি একটি রায় দিয়েছে ভারতের ছত্রিশগড় হাইকোর্ট। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী তাপসী পান্নু।
হাইকোর্টের রায়ে বলা হয়, বৈবাহিক সম্পর্কে স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে স্বামীর বলপূর্বক শারীরিক সম্পর্ক অপরাধ নয়। সেটিকে ‘ধর্ষণ’ বলে আখ্যা দেয়া যায় না।

এ সংক্রান্ত টেলিভিশনে প্রচারিত একটি খবর টুইটারে শেয়ার করেন তাপসী। এর ক্যাপশনে তিনি লিখেন, ‘ব্যস, এতদিন এটাই শোনা বাকি ছিল।’ তাপসীর টুইটের পর এ রায়ের বিরুদ্ধে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। ভারতীয় এক সংবাদমাধ্যমে বলা হয়েছে, ছত্তিশগড় হাইকোর্টের বিচারক এনকে চন্দ্রবংশী ২৩ আগস্ট এ রায় ঘোষণা করেন।

ছত্তিশগড়ের এক বাসিন্দার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারার অধীনে অভিযোগ করা হয়েছিল। সেই ঘটনার জেরেই এমন সিদ্ধান্ত জানাল হাইকোর্ট। বেকসুর খালাস দেয়া হয়েছে অভিযুক্ত ব্যক্তিকে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD