ব‌রিশা‌লে বিআইডব্লিউটিএর উ‌চ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
ব‌রিশা‌লে বিআইডব্লিউটিএর উ‌চ্ছেদ অভিযান

বরিশালের কীর্তনখোলা নদীর তীরভূমি দখলদারদের কবল থে‌কে উদ্ধারে অভিযান পরিচালনা করেছে বাংলা‌দেশ অভ্যন্তরীণ নৌ প‌রিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বুধবার (১৫ সে‌প্টেম্বর) বেলা ১১টা থে‌কে দুপুর পর্যন্ত নদী তীরে ডিসি ঘাট দিয়ে এ অভিযান প‌রিচা‌লিত হয়।

বিআইডব্লিউটিএ’র বরিশাল নদী বন্দরের বন্দর ও পরিবহন বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ও বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর অভিযানে নেতৃত্ব দেন।জানা গে‌ছে, উচ্ছেদ অভিযানে বান্দ‌রোডস্থ বিআইড‌ব্লিউ‌টিএ’র ‌নিজস্ব জায়গাসহ নদীর সীমানা পিলার থে‌কে ৫ ফুট থে‌কে ১০ ফুট অবৈধ দখ‌লে থাকা ৬০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। বিআইড‌ব্লিউ‌টিএ’র এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে ব‌লে জানা গে‌ছে। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ ও ‍আনাস‍ার বাহিনী সহায়তা করে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD