মঙ্গলবার থেকে পুঁজিবাজারে নতুন সূচিতে লেনদেন

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা সোমবার, ১৪ নভেম্বর, ২০২২
মঙ্গলবার থেকে পুঁজিবাজারে নতুন সূচিতে লেনদেন

আগামীকাল (মঙ্গলবার) থেকে নতুন সূচিতে লেনদেন হবে পুঁজিবাজারে। দেশের দুই পুঁজিবাজারে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং শেষ হবে আড়াইটাতে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান।তিনি জানান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসির) নির্দেশক্রমে ১৫ নভেম্বর থেকে ডিএসইতে লেনদেন শুরু হবে সকাল ১০টায় এবং তা বিরতিহীনভাবে দুপুর ২ টা ২০ মিনিট পর্যন্ত চলবে ৷ তার সঙ্গে ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং সেশন। সব মিলে ২ টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন হবে। এছাড়াও প্রি-ওপেনিং সেশন থাকবে সকাল ৯ টা ৫৫ মিনিট থেকে ১০ টা পর্যন্ত। এদিকে, ডিএসইর লেনদেনের পাশাপাশি দাপ্তরিক সময় সূচিরও পরিবর্তন হয়েছে। মঙ্গলবার দাপ্তরিক কার্যক্রম শুরু হবে সকাল ৯টায় এবং তা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন হবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD