মাদারীপুরে মহাসড়ক অবরোধ

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০
মাদারীপুরে মহাসড়ক অবরোধ

মাদারীপুরের ঢাকা- বরিশাল মহাসড়কের ভাঙ্গাব্রীজ নামকস্থানে ট্রাকচাপায় দুইজন নিহত হওয়ার ঘটনায় এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

এসময় মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভকারীরা।

বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ বিক্ষোভ করা হয়।

বিক্ষোভের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের আশ্বাসে এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা তাদের অবরোধ তুলে নেয়।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ঢাকা- বরিশাল মহাসড়কে মাদারীপুরের ডাসার থানার ভাঙ্গাব্রীজ এলাকায় বুধবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে বরিশালগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলচালক সোহান হাওলাদার নিঠুর ঘটনাস্থলেই নিহত হন।

আহত হন আরও দুইজন। গুরুতর আহত রহমান হাওলাদার ও সুমন হাওলাদারকে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে নেয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে রহমান হাওলাদার চিকিৎসাধীন অবস্থায় সকালে মৃত্যুবরণ করেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD