মোংলা বন্দরে আসছে মেট্রোরেলের আরও দুটি চালান

মনির হোসেন,মোংলা
দক্ষিণ বাংলা সোমবার, ২৮ জুন, ২০২১
২৪ ঘণ্টায় সর্বোচ্চ ৮৩৬৪ রোগী শনাক্তের রেকর্ড

দেশের অন্যতম মেগা প্রকল্প মেট্রোরেলের আরও দুটি চালান নিয়ে আগামী জুলাইয়ের শেষ সপ্তাহে মোংলা বন্দরে পৌঁছবে বাণিজ্যিক জাহাজ এমভি হরিজন- ৯। জাহাজটি গত ২২ জুন জাপানের কোবে বন্দর থেকে বাংলাদেশের মোংলা সমুদ্র বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের আশা জুলাইয়ের শেষ সপ্তাহে জাহাজটি বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়বে।

এর আগে গত ৩১ মার্চ মেট্রোরেলের প্রথম চালান নিয়ে মোংলা বন্দরে আসে জাপানি পতাকাবাহী জাহাজ ‘এসপিএম ব্যাংকক’ ও ৯ মে মেট্রোরেলের দ্বিতীয় চালান নিয়ে আসে “এমভি ওশান গ্রেস”।
রেলওয়ের এ কারগুলো জাপানের কাওয়াসাকি-মিতসুবিশি কনসোর্টিয়াম কোম্পানী লিমিটেড তৈরি করেছে বলে জানা গেছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, পর্যায়ক্রমে ২০২২ সালের মধ্যে ২৪ টি জাহাজে করে মেট্রোরেলের আরও ১৪৪ টি বগি এ বন্দর দিয়ে আমদানি ও খালাস হবে।

জানা গেছে, এমআরটি-১ প্রকল্পের আওতায় বিমানবন্দর থেকে কমলাপুর ও নতুনবাজার থেকে পূর্বাচল পর্যন্ত মোট ৩১.২৪ কিলোমিটার পথে মেট্রোরেল নির্মিত হবে। এই প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। এর মধ্যে জাপান সরকার দেবে ৩৯ হাজার ৪৫০ কোটি টাকা, বাকি ১৩ হাজার ১১১ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD