যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কয়েদির বরিশাল কারাগারে মৃত্যু

দক্ষিণ বাংলা
দক্ষিণ বাংলা বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
বরিশাল কারাগারে

বরিশাল কেন্দ্রীয় কারাগারে ফারুক ভূঁইয়া (৬৩) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে কারাগারের জেলার আবুল বাশার বিষয়টি নিশ্চিত করেছেন।

ফারুক ভুইয়া ভোলা সদর উপজেলার মোহাম্মদ শামসুদ্দিনের ছেলে। তিনি ২০০৭ সালের একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হন।

জেলার আবুল বাশার বলেন, কয়েদি ফারুক ভূঁইয়া বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। চলতি মাসে (জানুয়ারি) তিনি দুইবার অসুস্থ হয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় কারাগারে চিকিৎসাসেবা নিতেন। সোমবার (৩০ জানুয়ারি) তিনি আবারো অসুস্থ হয়ে পড়েন। তাকে হাসপাতালে ভর্তি করলে গভীর রাতে তিনি মারা যান। মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD