রাজধানীতে আরও ৩ ইউটার্ন চালু

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা রবিবার, ২০ ডিসেম্বর, ২০২০
রাজধানীতে আরও ৩ ইউটার্ন চালু

রাজধানীতে আরও তিনটি ইউটার্ন চালু করা হয়েছে। ইউটার্ন তিনটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকায়। একটি তেজগাঁও বিজি প্রেসের সামনে, আরেকটি নাবিস্কো-কোহিনূর কেমিক্যাল মোড় এবং অপরটি বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায়।

রোববার যান চলাচলের জন্য ইউটার্ন তিনটি খুলে দেয়া হয়। এ নিয়ে ডিএনসিসিতে মোট ৬টি ইউটার্ন চালু হল।

এর আগে বিমানবন্দর সড়কে কাওলা ফ্লাইং একাডেমি এলাকা, উত্তরা র‌্যাব-১ কার্যালয়ের সামনের রাস্তা ও উত্তরা আজমপুর বাসস্ট্যান্ড–সংলগ্ন এলাকায় তিনটি ইউটার্ন চালু করা হয়।

এ ছাড়া ঢাকা উত্তর সিটির তেজগাঁও সাতরাস্তা থেকে উত্তরা হাউস বিল্ডিং পর্যন্ত এলাকায় আরও চারটি ইউটার্ন নির্মাণের কাজ চলছে। সেগুলো হচ্ছে- মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে, মহাখালী ফ্লাইওভারের নিচে, বনানী-কাকলি রেলস্টেশন এবং বনানী ফ্লাইওভারের নিচে।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, ইউটার্নগুলো চালু করার ফলে সড়কে যানজট কমার পাশাপাশি যাতায়াতের সময়ও বাঁচবে। সবক’টি ইউটার্ন চালু হলে বাসযাত্রী ও নগরবাসীর ভোগান্তি কিছুটা কমে যাবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD