রাজনৈতিক প্রতিহিংসায় মাছের সঙ্গে শত্রুতা

রিয়াজ মাহমুদ, পটুয়াখালী প্রতিনিধি
দক্ষিণ বাংলা রবিবার, ১৪ নভেম্বর, ২০২১

রাজনৈতিক প্রতিহিংসার কারণে পটুয়াখালীর বাউফলে মোঃ ইব্রহিম হোসেন নামে এক মাদ্রাসা শিক্ষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন ধরনের মাছ নিধণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । শুক্রবার রাতে উপজেলার নওমালা গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, প্রায় তিন বছর পর্যন্ত পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের চাষ করে আসছেন ইব্রহিম । শনিবার রাতে ওই পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে ইব্রহিমের স্ত্রী পুকুরে অজু করতে যান। এ সময়ে পুকুরের পাঙ্গাস, রুই,কাতলা ও মৃগেল মাছ মৃত অবস্থায় ভেসে উঠতে দেখতে পান তিনি।
ভুক্তভোগী ইব্রাহিম জানান, রাজনৈতিক প্রতিহিংসার কারনে নৌকা মার্কার লোকজন আমার পুকুরে বিষ প্রয়োগ করেছে। এ ছাড়া আমার কোন শত্রু নেই। এতে তাঁর দেড় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নওমালা ইউপি নির্বাচনে ইব্রাহিম স্বতন্ত্র প্রার্থী ঘোড়া মার্কার সমর্থক ছিলেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD