রামুতে জমি নিয়ে বিরোধ, দায়ের কোপে ২ জন নিহত

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা রবিবার, ১৪ আগস্ট, ২০২২
রামুতে জমি নিয়ে বিরোধ, দায়ের কোপে ২ জন নিহত

কক্সবাজারের রামুতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘটিত পৃথক ঘটনায় ২ জনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন, রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের নতুন মুরাপাড়ার মৃত ছমি উদ্দিনের ছেলে নাজির হোসেন নাজু (৫০) ও একই উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ধোয়াপালং রাবেতা এলাকার মৃত ইবনে আমিনের ছেলে আবদুল আমিন (৪৫)। জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স জানান, রোববার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে জমিতে ধান রোপন করা নিয়ে মৃত ছমি উদ্দিনের ছেলেদের সঙ্গে একই এলাকার জাফর আলমের ছেলেদের সংঘর্ষ হয়। এতে দুপক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মারমুখী অবস্থান নেয়। সংঘর্ষে দায়ের আঘাতে দুপক্ষের কয়েকজন গুরুতর আহত হন। নাজির হোসেনসহ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক নাজির হোসেনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় দুপক্ষের মধ্যে আরও চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে রাশেদা বেগম নামের একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অপরদিকে, খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক জানান, ইউনিয়নের ধোয়াপালং রাবেতা এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের দায়ের কোপে গুরুতর আহত আবদুল আমিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এর আগে ১০ আগস্ট সকাল ১০টার দিকে কথা কাটাকাটির জেরে স্থানীয় আবদুল বারির ছেলে নুরুল হক ও জামাতা আমির হামজাসহ ৬/৭ জনের একটি দল তাকে মাথায় দা দিয়ে কুপিয়ে আহত করে। জমি নিয়ে বিরোধের জেরে পৃথক ঘটনায় ২ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় পুরো রামুতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। রামু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্দা (ওসি) আনোয়ারুল হোসাইন পৃথক ঘটনায় ২ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এসব ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD