শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জীবন গড়ি’র উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা শুক্রবার, ৩১ ডিসেম্বর, ২০২১
শিশু ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে জীবন গড়ি’র উঠান বৈঠক

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ২০২১ উদযাপন উপলক্ষে “শিশু ও নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি” এই শ্লোগানে- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একসেলারেটিং প্রটেকশন ফর চিল্ড্রেন (এপিসি) প্রকল্পের আওতায় ইউনিসেফ এর আর্থিক সহায়তায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তর বাস্তবায়িত বরিশালের স্থানীয় ১২টি যুব সংগঠনের সম্মিলিত উদ্যোগে দশ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালিত হচ্ছে। কর্মসূচির অংশ হিসেবে বেসরকারী যুব সংস্থা জীবন গড়ি’র পরিচালনায় কেডিসি বালুর মাঠ ও বঙ্গবন্ধু কলোনীর ২০জন করে মোট ৪০জন কিশোরীদের নিয়ে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ২৯ ও ৩০ ডিসেম্বর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD