শেরপুরে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত, আটক ৩

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা সোমবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২১
শেরপুরে দুর্বৃত্তের হামলায় সাংবাদিক আহত, আটক ৩

শেরপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটা সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে দুর্বৃত্তের হামলায় ডিবিসি নিউজের শেরপুর জেলা প্রতিনিধি ও শেরপুর ইয়্যুথ রিপোর্টার্স ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক এসএম জুবায়ের দীপ আহত হয়েছেন। সোমবার (১৫ ফেব্রুয়ারি) রাতে শেরপুর পৌর শহরের পূর্ব শেরী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ সাংবাদিকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে চতুর্থ ধাপের পৌর নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের বিজয়ী কাউন্সিলর নাহিদ হাসান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে ডিবিসির জেলা প্রতিনিধি এসএম জুবায়েরের ওপর হামলা করেন দুর্বৃত্তরা। এ সময় তার মোবাইল, ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নেন তারা। পরে তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করেন অন্য সাংবাদিকরা।

এ বিষয়ে জানতে চাইলে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন বিক্ষুব্ধ সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় তাৎক্ষণিক তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে মামলার পরিপ্রেক্ষিতে দোষীদের আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এদিকে আহত সাংবাদিক এসএম জুবায়ের দীপ বলেন, ‘আমি প্রেস ক্লাব থেকে ঘটনাস্থলে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গেলে আমার কাছে থাকা মোবাইল, ক্যামেরা ও ট্রাইপড ছিনিয়ে নিয়ে আমার ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।’


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD