স্মৃতিসৌধে বিএনপিকর্মীদের ধাক্কাধাক্কি, পড়ে গেলেন ফখরুল-রিজভীও

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১
স্মৃতিসৌধে বিএনপিকর্মীদের ধাক্কাধাক্কি, পড়ে গেলেন ফখরুল-রিজভীও

মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেছেন বিএনপির নেতাকর্মীরা। নিজেদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে স্মৃতিসৌধে থাকা ফুলের টব ভাঙচুর করেন তারা। তাদের ধাক্কাধাক্কিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে পড়ে যেতে দেখা যায়। এ ঘটনায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে একাধিক সংবাদকর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির উদ্দেশ্যে ফুলেল শ্রদ্ধা জানান।

জানা যায়, শ্রদ্ধা নিবেদন শেষ হলেও মূল বেদীর সামনে বাম দিকে ঢাকা জেলা বিএনপি ও ডান দিকে অবস্থান করছিলেন শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির নেতাকর্মীরা। এসময় তারা বেদীর সামনে অবস্থান নিয়ে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে স্লোগান দিতে শুরু করেন।

এসময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা তাদের সরে যেতে হুইসেল বাজালে তারা করতালি দিয়ে আরও জোরে স্লোগান তোলেন। তখন মির্জা ফখরুলসহ দলের সিনিয়র নেতারা পেছনেই অপেক্ষা করছিলেন। এরও প্রায় আধা ঘণ্টা পর সিএসএফ সদস্যরা নেতাকর্মীদের সরে যেতে বলেন। এসময় বিএনপি নেতাকর্মীরা নিজেদের মধ্যে হাতাহাতি শুরু করতে দেখা যায়।

এক পর্যায়ে নিজ দলের হট্টগোলের মধ্যে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী নেতাকর্মীদের ধাক্কায় মাটিতে পড়ে যান। পরিস্থিতি সামাল দিতে সিএসএফ সদস্যরা নেতাকর্মীদের বেদীর সামনে থেকে সরানোর চেষ্টা করেন। এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমানকে দলের উশৃঙ্খল নেতাকর্মীদের দিকে উত্তেজিত হয়ে এগিয়ে যেতে দেখা যায়।

পরে সিএসএফ সদস্যদের সহযোগিতায় মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা বেদী ত্যাগ করেন। বেরিয়ে আসার পথে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়েও বাধার মুখে পড়েন বিএনপি মহাসচিব। এসময় দলটির নেতাকর্মীরা স্মৃতিসৌধে থাকা ফুলের টব ভাঙচুর করেন। এ ঘটনায় কয়েকজন সংবাদকর্মী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

স্মৃতিসৌধে বিএনপির শ্রদ্ধা জানানোর সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানুল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক শ্যামা ওবায়েদসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD