সড়কে অসহায়দের সঙ্গে ইফতার করলেন অ্যাটর্নি জেনারেল

দক্ষিণ বাংলা
দক্ষিণ বাংলা শনিবার, ৯ এপ্রিল, ২০২২

রিকশাচালক,বস্তির অসহায় মানুষ, প্রতিবন্ধী শিশুদের সঙ্গে ইফতার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

শুক্রবার (৮ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে এটিএন নিউজের সামনের সড়কে বসে এসব অসহায় মানুষের সঙ্গে ইফতার করেন তিনি। বিদ্যানন্দ ফাউন্ডেশন এ ইফতারের আয়োজন করে।

ইফতারের আগ মুহূর্তে অ্যাটর্নি জেনারেল উচ্ছেদ হওয়া বস্তির দরিদ্র রিকশাচালকদের দুঃখ-কষ্টের কথা ও শারীরিক প্রতিবন্ধীদের কথা মনোযোগ দিয়ে শোনেন।

জানতে চাইলে শনিবার অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, রাস্তায় বসে অসহায় মানু্ষের সঙ্গে ইফতারের অনুভূতি বলে বোঝাতে পারব না। তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছি। সহমর্মিতা জানিয়েছি।

এদিকে বিদ্যানন্দ ফাউন্ডেশন তাদের ফেসবুক পেজে ইফতারের ছবি শেয়ার করে পোস্ট দিয়েছে। পোস্টে লিখেছে, ‘বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল উচ্ছেদ হওয়া বস্তির দরিদ্র রিকশাচালকদের দুঃখ কষ্টের কথা শুনছেন ফুটপাতে বসে। জগতে কত অশ্রুজল ঝড়ে গরিব মানুষের, বঞ্চনায় আর সামাজিক অবিচারে।’

‘বঞ্চিত মুখের গল্প শোনাতে চেয়েছিলাম মাননীয় অ্যাটর্নি জেনারেল আবু মুহাম্মদ আমিন উদ্দিন সাহেবকে। এসেই তিনি বসে যান খোলা আকাশের নিচে পথে বিছানো মাদুরে। ইফতারের ফাঁকে ফাঁকে কথা শোনেন গ্রাম থেকে আসা কলিমুদ্দিনের, জব্দ হওয়া রিকশার চালক জলিল ভাইয়ের।’

‘কেউবা চোখের জলে গল্প করেন, আবার কেউবা অবাক দৃষ্টিতে বিস্ময় জাগান। বিদ্যানন্দ যাদের নিয়ে কাজ করে, তাদের কষ্ট উপড়ে নিতে ব্যর্থ হয়ে সব স্তর থেকে মানুষকে পথে এনে বসিয়েছি। এতেই না বুঝতে পারবে একে অন্যের কষ্ট।’


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD