সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
সড়ক অবরোধ করে বিএম কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ

জাতীয় বিশ্ব‌বিদ‌্যালয়ের অন্তর্ভুক্ত অনার্স চতুর্থ বর্ষের মৌ‌খিক ও ব‌্যবহা‌রিক এবং মাস্টার্স এর ফাইনালসহ সকল পরীক্ষা দ্রুত গ্রহনের দাবীতে বিএম কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। আজ রোববার বেলা সোয়া ১১ টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ব্রজমোহন (বিএম) কলেজে‌র সামনের সড়ক অব‌রোধ করে বিক্ষোভ করে তারা। এসময় কলেজের সামনের সড়কে ও ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মি‌ছিল করে শিক্ষার্থীরা। দাবী না আদায় হওয়া পর্যন্ত আন্দোলন চা‌লিয়ে যাওয়ার ঘোষনা দেন তারা। এতে দুর্ভোগে পড়ে সাধারন মানুষ। এক পর্যায়ে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে প্রশাস‌নিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। আন্দোলরত শিক্ষার্থীরা জানান, তারা ২০১৯ সা‌লে চতুর্থ বর্ষের শিক্ষার্থী। করোনার কারনে এমনিতেই তারা অনেক পি‌ছিয়ে গিয়েছে। ব‌্যবহা‌রিক ও মৌ‌খিক পরীক্ষা না হওয়ায় কোথাও চাকরীর জন‌্য আবেদনও করতে পারছেনা। তাই তারা অ‌বিলম্বে বা‌কি পরীক্ষাগু‌লো নেয়ার দাবি করেছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD