হকি চ্যাম্পিয়ন দলের কুয়াশা বিড়ম্বনা

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
হকি চ্যাম্পিয়ন দলের কুয়াশা বিড়ম্বনা

দীর্ঘ আট বছর পর এএইচএফ জুনিয়র হকির শিরোপা নিয়ে দেশে ফিরেছেন লাল-সবুজের যুবারা। আজ সকাল ১১ টায় বাংলাদেশ দলের ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার কথা ছিল। কুয়াশার কারণে ঢাকায় বাংলাদেশ দল পৌঁছায় চারটার দিকে।

শুক্রবার কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে চট্টগ্রাম হয়ে ট্রফি নিয়ে ঢাকায় পৌঁছে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন দলটি। আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চ্যাম্পিয়ন যুব হকি দলকে সংবর্ধনা জানান হকি ফেডারেশনের সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আবদুল হান্নান। বৃহস্পতিবার রাতে ওমানে শেষ হওয়া টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিকদের হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। ওমানের বিপক্ষে ম্যাচটা নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। পরে টাইব্রেকারে স্বাগতিকদের ৭-৬ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন মামুনুর রশিদের শিষ্যরা। রোমাঞ্চকর টাইব্রেকারের প্রথম পাঁচটি শটের মধ্যে তিনটি করে গোল করে দুই দলই। ফলে খেলা গড়ায় সাডেন ডেথে। সেখানে দুই দলই পাল্লা দিয়ে গোল করছিল। এক পর্যায়ে বাংলাদেশ টানা চার গোল করলেও স্বাগতিক ওমানের তালাল বাইত গোল মিস করায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়ে যায়। তালাল প্রথম পাঁচ পেনাল্টির মধ্যেও একবার মিস করেছিলেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD