হলুদ-ছোঁয়া: এ কে সরকার শাওন

এ কে সরকার শাওন
দক্ষিণ বাংলা শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
এ কে সরকার শাওন

কেউ বলে হলুদ,
কেউ বলে সোনালী,
আমি বলি……. হলুদ রং
সবচেয়ে প্রভাবশালী !
আবেগ-অনুভূতিকে করে উদ্বেলিত
কবিকে করে খেয়ালী!!!

কেউ বনে যায় হিমু
হলুদ পান্জাবী পরে;
রক্তলাল পদ্ম হাতে নিয়ে
বনে বাদাড়ে ঘুরে ফিরে মরে!

হলুদ মিশে যায় সবখানেই
সবাইকে ভালবাসে,
হলুদের কাছ নেই ভেদাভেদ
সবারই যে কাজে আসে।

অঘ্রাণে পাকা ধানের
হলুদের সমারেহে
সবার মন-প্রাণ কেড়ে যায়,
কৃষাণ-কৃষাণীর মুখ ফোটে হাসি
তাঁরা ভাসে খুশীর বন্যায়।

বর-কনে আশীর্বাদ লভে
তাজা হলুদের ছোঁয়ায়।
বসন্তরাজ পূর্ণ হয় হলুদের আভায়,
প্রিয়ার খোঁপা সার্থক হয়
হলুদ গাঁদা ফুলের শোভায়।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD