সর্বশেষ খবর
বাংলাদেশ, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩

Barishal BBQ এর দুই এড‌মিন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর, ২০২২
Barishal BBQ এর দুই এড‌মিন গ্রেপ্তার

সামা‌জিক যোগা‌যোগ মাধ‌্যম ফেসবুক ব‌্যবহারকা‌রি‌ বেশ ক‌য়েকজ‌নের আই‌ডি হ‌্যাকের পর তা‌দের জি‌ম্মি ক‌রে চাঁদাবা‌জি‌তে ব‌্যবহত BARISHAL BBQ না‌মের ফেসবুক পে‌জের দুই এড‌মিন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। এসময় তা‌দের কাছ থে‌কে ই‌লেক্ট্রনিক্স ডিভাইসও জব্দ করা হয়। এই পেজ থে‌কে বি‌নোদন কে‌ন্দ্রে ঘুর‌তে যাওয়া তরুন তরুনী‌দের ছ‌বি তু‌লে তা‌তে অশ্লীল মন্তব‌্য জু‌ড়ে পোস্ট ক‌রে ছ‌ড়ি‌য়ে দেওয়া হ‌তো। এসব ঘটনায় থানায় একা‌ধিক অ‌ভি‌যোগও র‌য়ে‌ছে। সোমবার রাতভর অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হ‌লো, নগরীর মে‌ডি‌কেল ক‌লেজ সড়‌কের শা‌হিন খ‌লিফার ছে‌লে কাওছার খ‌লিফা (২২) ও সিএন্ডবি ১ নম্বর পু‌লের বা‌সিন্দা কামাল হো‌সে‌নের ছে‌লে মাশরা‌ফি হো‌সেন আপন (২১)। পু‌লিশ জানায়, ১৯ সে‌প্টেম্বর মারুফা আক্তার না‌মের এক নারী এ‌দের বিরু‌দ্ধে থানায় মামলা দা‌য়ের ক‌রে।

মামলায় উ‌ল্লেখ করা হয়, আসামীরা মারুফা আক্তা‌রের ফেসবুক ও মে‌সেঞ্জার আই‌ডি হ‌্যাক ক‌রে একান্ত ব‌্যক্তিগত ছ‌বি BARISHAL BBQ না‌মের ফেসবুক পে‌জে ছ‌ড়ি‌য়ে দেয়। এই ফেসবুক পেজ ব‌্যবহারকা‌রিরা মারুফা আক্তার‌কে বি‌ভিন্ন ভা‌বে জি‌ম্মি করা শুরু ক‌রে। ‌ফেসবুক পেজ থে‌কে আপ‌ত্তিকর ছ‌বি ও ভি‌ডিও ভাইরাল করার হুম‌কি দেয় পেজ এর এড‌মিন। প‌রে মারুফা আক্তা‌রের কা‌ছে মোটা অং‌কের চাঁদা দাবী ক‌রে আসামী এড‌মিন। চাঁদার অংশ হি‌সে‌বে ১২ হাজার টাকায় NISPAPP না‌মের এক‌টি ফেসবুক পেজ আসামী‌দের কি‌নে দেয় মারুফা।

অ‌তি‌রিক্ত উপ পু‌লিশ ক‌মিশনার ফজলুল ক‌রিম ব‌লেন, ১৯ সে‌প্টেম্বর সোমবার রা‌তে প্রথ‌মে কাওছার খ‌লিফা ও প‌রে মাশরা‌ফি হো‌সেন আপন‌কে গ্রেপ্তার করা হয়। কাওছার খ‌লিফার কাছ থে‌কে ক‌ম্পিউটার সহ বি‌ভিন্ন ই‌লেক্ট্রনিক্স ডিভাইস জব্দ করা হয় এবং মাশরা‌ফির কাছ থে‌কে তার মোবাইল জব্দ করা হয়। গ্রেপ্তারকৃত‌দের প্রাথ‌মিক জিজ্ঞাসাবা‌দে তা‌দের অপরাধমূলক কা‌ছে সং‌শ্লিষ্টতার প্রমান পাওয়া গে‌ছে। BARISHAL BBQ না‌মের ফেসবুক পেজ তারা নিয়ন্ত্রন কর‌তো। সাধারণ মানুষ‌কে জি‌ম্মি ক‌রে চাঁদাবাজী কর‌তো তথ‌্যপ্রযু‌ক্তি ব‌্যবহার ক‌রে। এই পে‌জের সা‌থে সং‌শ্লিষ্ট‌দেরও অ‌তিদ্রুত আই‌নের আওতায় আনা হ‌বে।

ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের প‌রিদর্শক ছগির হো‌সেন ব‌লেন, মঙ্গলবার বিকা‌লে ব‌রিশা‌লের অ‌তি‌রিক্ত চীফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট আদাল‌তে গ্রেপ্তারকৃত দুইজনকে প্রেরণ করা হয়। আদাল‌তে তা‌দের‌কে সাত দি‌নের রিমান্ড আ‌বেদন করা হ‌য়ে‌ছি‌লো। আদাল‌তের জিআরও এনামুল হক ব‌লেন, আদালত দুই দি‌নের রিমান্ড মঞ্জুর ক‌রে‌ছে। ২২ সে‌প্টেম্বর কাওছার ও মাশরা‌ফি‌কে আদাল‌তে হা‌জি‌রের নি‌র্দেশ দেওয়া হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, BARISHAL BBQ না‌মের ফেসবুক পে‌জের এড‌মিনের বিরু‌দ্ধে প্রায় ছয় মাস আ‌গে থে‌কে মানুষ‌কে জি‌ম্মি ক‌রে চাঁদাবাজীর অ‌ভি‌যোগ ও‌ঠে। আরও নানা অ‌ভি‌যোগের পর পেজ‌টি বন্ধ ক‌রে দেয় এড‌মিন। প‌রে তারা BBQ TV না‌মের আ‌রেক‌টি পেজ খু‌লে তরুন তরুনী‌দের ছ‌বি পোস্ট ক‌রে অশ্লীল মন্তব‌্যজু‌ড়ে দি‌য়ে চাঁদাবাজী শুরু ক‌রে। এই এড‌মিন বা পেজ সং‌শ্লিষ্ট‌দের আরও বেশ ক‌য়েক‌টি ফেসবুক গ্রুপ র‌য়ে‌ছে। এসব ঘটনায় ব‌রিশাল কোতয়ালী ম‌ডেল থানায় প্রায় ১০‌টি অ‌ভি‌যোগ জমা হয়।


আরো নিউজ