আগৈলঝাড়ায় ছাত্রদলের ১৩জনের পদ প্রত্যাখ্যানের বিষয়ে উপজেলা বিএনপি’র ব্যাখা

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা শনিবার, ৯ জানুয়ারী, ২০২১

বরিশাল জেলা ছাত্রদল সভাপতি মাহফুজ আলম মিঠু ও সাধারণ সম্পাদক কামরুল আহসান ১৯ বছর পর বৃহস্পতিবার (৭ জানুয়ারি) রাতে জেলার ১০টি উপজেলা, ৬টি পৌরসভা ও ১৫টি কলেজসহ ৩১টি ইউনিটের কমিটি ঘোষণা করেন ও অনুমোদন করেন। কমিটি ঘোষনার একদিন পর বরিশালের আগৈলঝাড়ায় শুক্রবার উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ৮জন যুগ্ম আহবায়কসহ ১৩জন ছাত্রদল নেতা আগৈলঝাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষনা দেয়। উক্ত বিষয়টি উপজেলা বিএনপি’র দৃষ্টি গোচর হওয়ায় শনিবার প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক বরাবর কমিটির কাগজসহ লিখিত ভাবে উপজেলা বিএনপি প্যাডে সভাপতি ও সম্পাদকের যৌথ স্বাক্ষরিত ভাবে জানিয়ে সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান। উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন তালুকদার লিখিত ভাবে জানান, ২১সদস্য বিশিষ্ট আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির কিছু সংখ্যক সদস্যবৃন্দ ক্ষোভ ও অভিমান করে আগৈলঝাড়া প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে পদত্যাগের ঘোষনা দেয়। যাহার মধ্যে অনেকেই উপস্থিত ছিলেন না অথচ স্বাক্ষর আছে। এবিষয়ে উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন তালুকদার আরো জানান, সাংগঠনিক ভাবে দলের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে সমাধানের চেষ্টা চলছে। প্রেসক্লাবে জমা দেয়া ২১সদস্য বিশিষ্ট উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির ১৪ জন সদস্যর স্বাক্ষরিত কমিটি জমা দেয়া হয়েছে। সদ্য ঘোষিত আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ও কলেজ ছাত্রদলের কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বরিশাল জেলা উত্তর বিএনপি’র যুগ্ন-সম্পাদক আবুল হোসেন লাল্টু, উপজেলা বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন তালুকদার, সাধারন সম্পাদক এস এম আফজাল হোসেন সিকদার, উপজেলা যুবদল সভাপতি আলী হোসেন ভুইয়া স্বপন, সিনিয়র সহ-সভাপতি মাহদুন জাহিদ জয়, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক হেমায়েত তালুকদার, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান যুব ঐক্য ফ্রন্টের অভিবক্ত ঢাকা আহবায়ক সঞ্জয় গুপ্ত প্রমুখ। উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন তালুকদারের বাসভবনে উপস্থিত হয়ে সদ্য ঘোষিত আগৈলঝাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হামিদুল ইসলাম মহিদুল, সদস্য সচিব রাতুল ইসলাম সাহেদ, যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম, এম নাইম হক, সিকদার শাকিল রহমান, সাব্বির সিকদার, সৈয়দ সাইদুল ইসলাম শাকিল, এস এম জহিরুল ইসলাম জনি, এ্যাসেন রায়, মৃনাল কান্তি জয়ধর, মিরাজ শাহ, সদস্য সুজন খান, জুবায়ের মোল্লা, মাইনুল ইসলাম হাওলাদার নিজেদের ভুল বুঝতে পেরে স্বাক্ষর করে।
অভিযোগের বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠু সাংবাদিকদের বলেন, আগৈলঝাড়া থেকে ছাত্রদলের আহবায়ক কমিটি থেকে পদত্যাগের কোন কাগজ পাইনি। দলের কমিটি করতে গেলে একটু সমস্যা হবেই। আহবায়ক ও সদস্য সচিবের বিরুদ্ধে মামলা অসত্য ও মিথ্যা ভিত্তিহীন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD