আগৈলঝাড়ায় ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে আহত ১৩ জন

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
বাউফলে আ’লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আহত-১০

বরিশালের আগৈলঝাড়ায় ক্রিকেট খেলা নিয়ে হামলা-সংঘর্ষে ১৩ জন আহত হয়েছে। আহত ১০ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, শনিবার উপজেলার বাগধা ইউনিয়নের জয়রামপট্টি গ্রামে মুক্তিযোদ্ধা ২৪ টিম ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে। খেলায় বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের সাথে পাশ্ববর্তী উপজেলা কোটালীপড়ার মাছবাড়ি তরুন সংঘের সাথে খেলা চলছিল। খেলার শেষ প্রান্তে আয়োজক কমিটির সভাপতি জয়রামপট্টি গ্রামের পলাশ দাড়িয়া খেলায় ভুল সিদ্ধান্ত দেয়ায় কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের খেলোয়ারদের সাথে বাকবিতন্ডা হয়। বাকবিতন্ডার এক পর্যায় আয়োজক কমিটির সভাপতি জয়রামপট্টি গ্রামের পলাশ দাড়িয়ার নেতৃত্বে শামিম দাড়িয়া, রাসেল দাড়িয়া ও শাহিন দাড়িয়াসহ ২০/৩০ জন মিলে বাগধা কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের খেলোয়ার ও সমর্থকদের উপর এলোপাথারি হামলা চালালে সোহাগ মিয়া (৩০), নয়ন তালুকদার (৩০), শরিফুল মিয়া (২৪), রাজিব মিয়া (২০), পারভেজ মিয়া (২৪), সজিব মিয়া (২৪), এমদাদুল হক খান (৩৪), শহিদুল মোল্লা (৩২), জামাল মিয়া (৩২), আশ্রাফুল মিয়া (২০), সহ ১৩ জন আহত হয়। এদের মধ্যে ১০ জনকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় কল্লোল পল্লী মঙ্গল তরুন সংঘের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD