আগৈলঝাড়ায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
অ‌ভিমান ক‌রে কলেজ ছা‌ত্রের আত্মহত্যার অ‌ভি‌যোগ

বরিশালের আগৈলঝাড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামী সাইদুল ইসলাম মৃধাকে মৃত্যুদন্ড দিয়েছে বরিশাল আদালতের বিচারক। পাশাপাশি এক লক্ষ টাকা জরিমানা করা হয় আসামীকে।
গতকাল রোববার বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইবুনালের বিচারক আবু শামীম আজাদ আসামী সাইদুল ইসলাম মৃধার উপস্থিতিতে রায় ঘোষণা করেন। মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকাল গ্রামের আলতাব মৃধার ছেলে সাইদুল ইসলাম মৃধার সাথে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ফজলু কাজীর মেয়ে আয়শা আক্তারের বিবাহ হয়।
বিবাহের পর ৩ লক্ষ টাকা যৌতুক দাবি করে মারধর করেন।

আয়শা আক্তারের পিতা ফজলু কাজী জানান, ২০১৬ সালের ৫ অক্টোবর যৌতুকের টাকা না দেয়ায় ডাবের পানির সাথে বিষ মিশিয়ে আয়শা আক্তারকে হত্যা করে সাইদুল ইসলাম মৃধা।
এ ঘটনায় ওইদিন আগৈলঝাড়া থানায় আয়শার বাবা ফজলু কাজী বাদী হয়ে মামলা দায়ের করেন। আগৈলঝাড়া থানার মামলা নং-২। ২০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বিচারক আবু শামীম আজাদ আসামী সাইদুল ইসলাম মৃধার উপস্থিতিতে রায় ঘোষণা করেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD