আ’লীগের বিদায় ঘণ্টা বেজে গেছে

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
আ’লীগের বিদায় ঘণ্টা বেজে গেছে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। আল জাজিরা ক্ষুদ্র একটি অংশ প্রকাশ করেছে। এতেই ভয়ে কম্পন শুরু হয়েছে সরকারের। প্রকাশিত প্রতিবেদনের বিষয়ে সরকারের পক্ষ থেকে একটিও সদুত্তর পেলাম না। তারা শুধু প্রত্যাখ্যান করেছে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রস্তাবের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। শনিবার সমাবেশ চলাকালে নগর বিএনপির কয়েকজন নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মঞ্চে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। পরে বিএনপি নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিকে নগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক মো. ইদ্রিস আলী বলেন, মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশে আসার সময় বিভিন্ন স্থানে পুলিশ বাধা দিয়েছে। লাঠিচার্জও করেছে। এরপরও সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিল।

হাতাহাতির প্রসঙ্গে তিনি বলেন, সমাবেশে এক কর্মীর মোবাইল হারিয়ে যায়। এটিকে কেন্দ্র করে কিছুটা বিশৃঙ্খলা হয়েছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD