কুয়াকাটার উন্নয়নে টেকসই বাঁধ নির্মান করা হবে: পরিকল্পনা মন্ত্রী

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি
দক্ষিণ বাংলা বুধবার, ২০ জানুয়ারী, ২০২১
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

বালির বাঁধ টিকে না। তাই কুয়াকাটার উন্নয়নে টেকসই বাঁধ নির্মান করা হবে। যে বাঁধ নির্মানে পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং মানুষের উপকার হবে।

বুধবার বিকেলে পটুয়াখালীর কুয়াকাটা সৈকত পরিদর্শনে এসে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাংবাদিকদের এ কথা বলেন।

এর অাগে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি পায়রা বন্দর এলাকা পরিদর্শন করেছেন। বুধবার সকাল সাড়ে দশটায় তিনি কলাপাড়ার পায়রা বন্দর প্রকল্প এলাকায় পৌছেন। মন্ত্রী এ সময় বন্দরের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে খোঁজ-খবর নেন। পরিদর্শন করেন পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম। পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর হুমায়ুন কল্লোল বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে এবং চলমান কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে মন্ত্রীকে অবহিত করেন। এসময় পরিকল্পনা মন্ত্রনালয়ের পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ সচিব মোহাম্মদ ইয়ামিন চৌধুরী ছাড়াও সফর সঙ্গীগণ, পায়রা বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তা ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক উপস্থিত ছিলেন।

বিকেলে কুয়াকাটা সৈকত পরিদর্শন করেন মন্ত্রী। এসময় চলমান উন্নয়নকে আরও তরান্বিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সহায়তা করার আহবান জানান।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD