গোপালগঞ্জে উপসর্গ নিয়ে করোনা আইসোলেশনে সাংবাদিক এম.আজমানুর রহমান

সাব্বির আহাম্মদ
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০
গোপালগঞ্জে উপসর্গ নিয়ে করোনা আইসোলেশনে সাংবাদিক এম.আজমানুর রহমান

মহামারী করোনা ভাইরাসের উপসর্গ দেখা দেওয়ায় দৈনিক আমাদের পত্রিকা’র বার্তা সম্পাদক এম.আজমানুর রহমান গোপালগঞ্জ ২৫০শয্যা জেনারেল হাসপাতালের আইসোলেশনে রয়েছেন।

তিনি দৈনিক লাখোকন্ঠ ও বার্তা বাজারের গোপালগঞ্জ প্রতিনিধি এবং গোপালগঞ্জ জেলা রিপোর্টাস ক্লাবের প্রচার বিষয়ক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

করোনাকালীন সময় পেশাগত দায়িত্ব পালনে সরাসরি মাঠে থেকে সংবাদ সংগ্রহ করেছেন তিনি।

গত (বুধবার) ৮ জুলাই থেকে বুকে ব্যাথা, শুকনা কাশি ও শ্বাসকষ্ট অনুভব করে। পরে গত (রবিবার) ৯ জুলাই পরিক্ষার জন্য নমুনা দেন। শ্বাসকষ্ট ও বুকে ব্যাথা বেশি অনুভব করায় করোনার উপসর্গের সঙ্গে মিল থাকায় তাকে সোমবার রাত ১২টায় আইসোলেশনে রাখা হয়েছে। তার নমুনা পরীক্ষার ফলাফল এখনো আসেনি।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD