গ্যাসের মূল্যবৃদ্ধির গণশুনানির বন্ধে বিইআরসিকে স্মারকলিপি!

দক্ষিণ বাংলা
দক্ষিণ বাংলা সোমবার, ২১ মার্চ, ২০২২

গ্যাসের মূল্য বৃদ্ধির করতে সোমবার (২১ মার্চ) অনুষ্ঠিতব্য গণশুনানি বন্ধের দাবিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে বাম গণতান্ত্রিক জোটের নেতারা।

রোববার (২০ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি ভবনের সামনে আয়োজিত সমাবেশ শেষে স্মারকলিপি দেন তারা।

বিক্ষোভ সমাবেশে বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, জিনিসপত্রের অগ্নিমূল্যে মানুষ যখন পুড়ছে তখন গ্যাসের মূল্যবৃদ্ধির পাঁয়তারা মানুষের ওপর নতুন গজব চাপানোর সামিল। গ্যাস-বিদ্যুৎ খাতে চুরি, দুর্নীতি-অনিয়ম-অব্যবস্থাপনার দায়ভার ভোক্তাদের ওপর চাপানোর চেষ্টা চলছে।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, গ্যাস উত্তোলনের সামর্থ্যকে পুরোপুরি কাজে লাগাতে পারলে ও সিস্টেম লস কমিয়ে আনলে গ্যাসের মূল্যবৃদ্ধির প্রয়োজন হবে না।

বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহ সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, বাসদ-মার্কসবাদীর কেন্দ্রীয় নেতা মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় নেতা ডা. হারুন অর রশীদ, গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা বাচ্চু ভূঁইয়া, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেত্রী আমেনা আক্তার, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান প্রমুখ।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD