টাকা দিয়ে লোক সমাগম করে ক্ষমতায় আসা যাবে না: কাদের

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা শনিবার, ৫ নভেম্বর, ২০২২
টাকা দিয়ে লোক সমাগম করে ক্ষমতায় আসা যাবে না: কাদের

ওবায়দুল কাদের বলেন, ‘টাকা দিয়ে লোক সমাগম করে ক্ষমতায় আসা যাবে না। টাকার কথা বলাতে মির্জা ফখরুলের ইজ্জতে লেগেছে। এখন তিনি পৈত্রিক সম্পত্তির হিসাব দেয়া শুরু করেছেন। এগুলো জনগণ বুঝে।’বিএনপি বিভাগীয় মহাসমাবেশের নাম করে টাকা নিয়ে লোক সমাগম করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, এভাবে টাকা দিয়ে লোক সমাগম করে ক্ষমতায় আসা যাবে না।শনিবার কুমিল্লা টাউন হল মাঠে আয়োজিত মহানগর আওয়ামী লীগের প্রথম ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, ‘টাকা দিয়ে লোক সমাগম করে ক্ষমতায় আসা যাবে না। টাকার কথা বলাতে মির্জা ফখরুলের ইজ্জতে লেগেছে। এখন তিনি পৈত্রিক সম্পত্তির হিসাব দেয়া শুরু করেছেন। এগুলো জনগণ বুঝে।’ এ সময় তিনি বিএনপিকে মহাদুর্যোগের সঙ্গে তুলনা করে তাদের হাত থেকে দেশের মানুষকে সুরক্ষিত রাখতে আওয়ামী লীগের কর্মকাণ্ড তুলে ধরেন।আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘এই অপশক্তির হাত থেকে দেশকে বাঁচাতে হবে। বিভিন্ন সম্মেলনে তারা চার পাঁচ দিন আগে হাড়ি-পাতিল নিয়ে যায়। কাঁথা-বালিশ নিয়ে মাঠে শুয়ে পড়ে। যারা শুয়ে পড়ে, তারা আর দাঁড়াতে পারবে না।’

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধক ছিলেন সেতুমন্ত্রী ওবয়াদুল কাদের।বিএনপি ক্ষমতার খোয়াব দেখছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ আসে, আর এখানে বসে বিএনপির নেতা-কর্মীরা খোয়াব দেখছেন। তাদের রঙিন খোয়াব কর্পূরের মত উড়ে যাবে। হাওয়া ভবনের যুবরাজ তারেক রহমান ২১ আগস্টসহ অন্যান্য হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। রাজনীতি করবেন না বলে লন্ডনে পাড়ি জমানো তারেক রহমান টেমস নদীর ওপার থেকে ফরমায়েশ দিচ্ছেন। কোনো দণ্ডিত নেতাকে দেশের মানুষ মেনে নেবে না। দেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। শেখ হাসিনা বাঁচলেই দেশ বাঁচবে।’সেতুমন্ত্রী আরও বলেন, ‘পাকিস্তানিরা বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করলেও হত্যা করতে সাহস করেনি। কিন্তু খুনি খন্দকার মোশতাক বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আর এই হত্যাকাণ্ডের সাথে জিয়াউর রহমান জড়িত।’

এ সময় বিএনপির আমলের বিদ্যুৎ নিয়ে দুর্নীতির দিকগুলো নিয়েও কথা বলেন কাদের। বিএনপিকে বিদ্যুৎ নিয়ে কোনো কিছু বলার আগে তাদের আমলে কী অবস্থা ছিল সেটিও ভাবার পরামর্শ দেন তিনি।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি আজ বিদ্যুতের কথা বলে। অথচ তারা ১৭-১৮ ঘণ্টা লোডশেডিং দিত। বিদ্যুতের নাম করে খাম্বার ব্যবসা করেছে তারা। তারা কীভাবে এসব বলে?’ বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলেছি খেলা হবে। খেলা হবে রাজপথে, খেলা হবে নির্বাচনে, খেলা হবে আন্দোলনে, খেলা হবে বিএনপির দুঃশাসনের বিরুদ্ধে।’বিএনপিকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, ‘আগামী নির্বাচনে আপনাদের সাথে মোকাবিলা হবে।’অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক মাহবুবুল উল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ স্বপন।এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আবুল হাসেম খান, ডা. প্রাণ গোপাল দত্ত, নাসিমুল ইসলাম চৌধুরী নজরুল, অ্যারোমা দত্ত, কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান মফিজুর রহমান বাবলু, দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ বিভিন্ন উপজেলার জনপ্রতিনিধিরা।আওয়ামী লীগের প্রেসেডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘আমেরিকা, ইতালি, পাকিস্তানের চেয়ে আমাদের অবস্থা হাজারগুণ ভালো। অবস্থা বলতে, অর্থনৈতিক অবস্থা।’

এ সময় তিনি বলেন, কোনো অনির্বাচিত ব্যক্তির অধীনে নির্বাচন হবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন হবে না। জনগণ তাদের চিনে ফেলেছে।সারা বিশ্বে ৫০ শতাংশ মূল্যস্ফীতি। সেখানে বাংলাদেশও কিছু সমস্যায় আছে বলে জানান সেলিম। বলেন, ‘বিএনপি বলে, বাংলাদেশ শ্রীলঙ্কা হবে। তাদের তো লোন আছে, আমাদের লোন নাই। আমরা কীভাবে শ্রীলঙ্কা হব। এই বিপদ আমরা কাটিয়ে উঠব।’অনুষ্ঠানে যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেন, ‘বিএনপি নেতারা বলেন টেক ব্যাক বাংলাদেশ। তাদের জিজ্ঞাসা করি তারা দেশকে কোথায় নিয়ে যেতে চান। তারা দেশকে পাকিস্তান বানাতে চায়। তাদের যদি মনে চায় তারা পাকিস্তান চলে যাক। গো ব্যাক পাকিস্তান।’সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগ সদস্য অ্যাড. সৈয়দ নুরুর রহমান, নারী নেত্রী তাহসিন বাহার সূচনা ও আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক আহমেদ নিয়াজ পাভেল।
সম্মেলন শেষে কাউন্সিলরদের প্রত্যক্ষ সমর্থনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম কুমিল্লা সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আরফানুল হক রিফাতকে পুনরায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD