থানচি আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত

মথি ত্রিপুরা থানচি বাব্দরবান
দক্ষিণ বাংলা শনিবার, ২৮ নভেম্বর, ২০২০
থানচি আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালিত

সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও প্রতি বছর ২৫ নভেম্বর হতে ১০ ডিসেম্বর পর্যন্ত ১৬ দিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ সক্রিয়তা সচেতনতা মূলক কার্যক্রম পালন করা হয়।

বান্দরবান থানচি বলিপাড়ায় ইউরোপিয়ান ইউনিয়ন (ইউ) অথার্য়নের, সিমাভি ও বাংলাদেশ নারী প্রগতি সংঘ সহযোগিতায় ও তহজিংডং সংস্থার উদ্যোগে আমাদের জীবন, আমাদের স্বাস্থ্য,আমাদের ভবিষ্যৎ প্রকল্পের, অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড: তহবিল, প্রতিক্রিয়া, প্রতিরোধ, সংগ্রহ শিরোনাম নিয়ে আন্র্Íজাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস পালন করা হয়েছে।

২৬ নভেম্বর সকাল ১০ ঘটিকার সময় বলিবাজার এলাকায় বণার্ঢ্য র‍্যালী বের হয়ে বলিপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে চিত্রাঙ্গন প্রতিযোগিতা সহ আলোচনা  সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে ওএলএইচএফ প্রকল্পের গার্লস ক্লাবের কিশোরী সদস্যগণ চিত্রাঙ্গন প্রতিযোগিতায় অংশগ্রহন করেন।

ওএলএইচএফ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী রমেশ তংচঙ্গ্যা সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বলিপাড়া ইউনিয়নের ১,২ ,৩ নং ওয়ার্ডের মহিলা সদস্যা ক্রানুচিং মারমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বলিবাজার পরিচালনা কমিটি সভাপতি নিহার বিন্দু চাকমা, বলিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্যশৈমং মারমা, ট্রেনার সাচিংউ মারমা সহ শিক্ষকবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং ওএলএইচএফ প্রকল্পের গার্লস ক্লাবের কিশোরী সদস্যগন উপস্থিত ছিলেন।

পরিশেষে চিত্রাঙ্গন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।সচেতনতা মূলক প্রশিক্ষণ, সভা, সেমিনার অংশগ্রহনের মাধ্যমে নারীর প্রতি সহিংসতা কমানো সম্ভব বলে মনে করেন অতিথিবৃন্দ।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD