থানচি হেডম্যান  পাড়া বৌদ্ধ বিহার কঠিন চীবর দানাউৎসব 

মথি ত্রিপুরা থানচি(বান্দরবান)
দক্ষিণ বাংলা সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার কঠিন চীবর দানাউৎসব

থানচি উপজেলায় সর্বশেষ থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার নতুন বিহার উৎসর্গ,বৌদ্ধের আসন উৎসর্গ,বিহার টাইলস উৎসর্গ,বুদ্ধাভিষক,নাগশ্বর বৃক্ষ উৎসর্গ, উপসম্পদা দীক্ষা দয়াকসহ মহান দানাত্তম কঠিন চীবর দানাৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ছ।

রবিবার (২৯ নভম্বর) থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ বিহার প্রাঙ্গন কঠিন চীবর দানাৎসব উদযাপন  পরিচালনা কমিটি আয়াজনে দু’দিন ব্যাপী গহিত বিভিন্ন কর্মসূচীর অংশ হিসাব বিকাল ২ ঘটিকার সময় ধমর্ীয় দশনা শুরু হয়। ধর্মীয় দেশনায় থানচি হেডম্যান পাড়া ছাড়াও এই উপজেলায় সর্বশেষ চীবর দান হওয়াই প্রায় হাজার খানিক বিভিন্ন পাড়া হতে আগত দায়ক/দায়িকাবৃদ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।

নতুন দু’তলা বিহার উৎসর্গ,বৌদ্ধআসন উৎসর্গ, বিহার টাইলস উৎসর্গ,বৌদ্ধ অভিষেক, নাগেশ্বর বৃক্ষ উৎসর্গ ও উপসম্পদনা দীক্ষা দয়া অনুষ্ঠানর প্রধান অতিথি হিসাব উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান চোসাথায়াই মারমা পকেশ,থানচি প্রেস ক্লাব সভাপতি মংবাওয়াংচিং মারমা অনুপম,সাবেক উপজলা চেয়ারম্যান ও ৩৬২নং থানচি মজা হেডম্যান হ্লাফসু মারমা প্রমুখ

এর আগে সকালে থানচি হেডম্যান পাড়া নতুন দু’তল বৌদ্ধ বিহার প্রাঙ্গনে মঙ্গল প্রদীপ প্রজ্জলনের মাধ্যম মহান দানাত্তম কঠিন চীবর দানাৎসব ওনব নির্মিত বৌদ্ধ বিহার (ক্যাংঘর )উৎসর্গ ধর্মীয় সভায় সভাপতিত্ব করেন থানচি হেডম্যান পাড়া বৌদ্ধ  বিহারের বিহারধক্ষ্য ও উপজেলা ভিক্ষু সংঘ সভাপতি সংঘ নায়ক উ,ইউসারাদা মহাথর।প্রধান আলাচক হিসব দশনা দান করন করুনা শিশু সদন পরিচালক ও আইল মারা পাড়া বৌদ্ধবিহার বিহারধক্ষ্য উ,গাইদামালা মহাথর।

থানচি উপজলায় থানচি হেডম্যান পাড়া এই কঠিন চীবর দান অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ   ছিলো।  কঠিন চীবর দান অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্ব ছিলন, উদ্যাপন পরিচালনা কমিটি সভাপতি সাবেক উপজলা চেয়ারম্যান ও ৩৬২নং থানচি মৌজার হেডম্যান হ্লাফসু মরামা ও সাধারণ সম্পাদক থানচি প্রেসক্লাব সভাপতি মংবাওয়াংচিং মারমা অনুপম।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD