দলীয় প্রার্থীর বিরোধিতা, পাবনায় ১৮ আওয়ামী লীগ নেতাকে শোকজ

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা শুক্রবার, ২৯ জানুয়ারী, ২০২১
দলীয় প্রার্থীর বিরোধিতা, পাবনায় ১৮ আওয়ামী লীগ নেতাকে শোকজ

পাবনা জেলা ও সদর উপজেলা আওয়ামী লীগের ১৮ শীর্ষ নেতাকে শোকজ করেছে জেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) পাবনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের সাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পাবনা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনিকে বাদ দিয়ে দলীয় বিদ্রোহী প্রার্থী নাগরিক মঞ্চের (স্বতন্ত্র) প্রার্থী শরীফ উদ্দিন প্রধানের পক্ষ নেয়ায় তাদের শোকজ করা হয়েছে। একই অভিযোগে পাবনা সদর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের কমিটি স্থগিত করা হয়েছে।

কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল বৃহস্পতিবার রাতে পাবনা শহরের স্বাধীনতা চত্বরে এক নির্বাচনী পথসভায় এ ঘোষণা দেন।

কারণ দর্শানো নোটিশে উল্লেখ করা হয়েছে, ‘নোটিশপ্রাপ্তরা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী মর্তুজা বিশ্বাস সনির বিরোধিতা করে বিদ্রোহী প্রার্থী (নাগরিক মঞ্চের) জেলা যুবলীগের সাবেক সভাপতি শরিফ উদ্দিন প্রধানের পক্ষে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করছেন। যা দলের গঠনতন্ত্রের ৪৭ ( ঠ) ধারার পরিপন্থী। এমতাবস্থায় নোটিশপ্রাপ্তদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না- জানতে চেয়ে তার যৌক্তিক কারণ ব্যাখ্যা করে জবাব দেয়ার নির্দেশ দেয়া হল’।

নোটিশ প্রাপ্তরা হলেন- জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, সহ-সভাপতি আব্দুল হামিদ মাস্টার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবু ইসাহাক শামীম, অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল বারী বাকী, দফতর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আহাদ বাবু, প্রচার সম্পাদক কামিল হোসেন, ধর্ম সম্পাদক আবুল কালাম আজাদ, কোষাধ্যক্ষ আব্দুল হান্নান, শ্রম সম্পাদক সরদার মিঠু আহমেদ, কার্যকরী সদস্য ইমদাদ আলী বিশ্বাস, উপদেষ্টা ইদ্রিস আলী বিশ্বাস, আ স ম আব্দুর রহিম পাকন, লিয়াকত আলী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, পৌর আওয়ামী লীগ সভাপতি তসলিম হাসান সুমন, সাধারণ সম্পাদক শাজাহান মামুন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD