দিনমজুর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা সোমবার, ৩০ মে, ২০২২
মাদক মামলায় কারবারির ৭ বছরের কারাদণ্ড

বরিশালে দিনমজুর হত্যায় এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। পাশাপাশি ২ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান দেয়া হয়েছে। রোববার বরিশালের জেলা ও দায়রা জজ কেএম রাশেদুজ্জামান রাজা ওই রায় ঘোষনা করেন বলে জানিয়েছেন বেঞ্চ সহকারী কামরুল ইসলাম জানিয়েছেন। দন্ডিত রায়হান মৃধা নগরীর ২৫ নং ওয়ার্ডের রুপাতলীর ভাসানী সড়কের মৃধা বাড়ীর বাসিন্দা রশিদ মৃধার ছেলে। রায় ঘোষনার এজলাসে উপস্থিত ছিলো। বেঞ্চ সহকারী আরো জানান, টাকা চাওয়া নিয়ে দ্বন্ধে ২০২০ সনের ১২ জুন ভাসানী সড়কে দিনমজুর মামুন মাতুব্বরকে ছুরিকাঘাত করে রায়হান। মামুনে চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।

এ ঘটনায় তার স্ত্রী মুন্নী বেগম বাদী হয়ে ২০২০ সালের ১২ জুন আদালতে মামলা করে। আদালতের নির্দেশে ২০২১ সালের ২৮ নভেম্বর পিবিআই’র পরিদর্শক মতিনুর রহমান মামলার একমাত্র রায়হানকে অভিযুক্ত করে চার্জশিট দেয়। আদালত ১৩ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ওই রায় দিয়েছেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD