বরিশাল মহনগর জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
বরিশাল মহনগর জাতীয় পার্টির আলোচনা সভা অনুষ্ঠিত

জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে দলটির প্রতিষ্ঠাতা প্রয়াত নেতা হুসেইন মোহাম্মদ এরশাদের ভাই জিএম কাদের এবং স্ত্রী রওশন এরশাদের মধ্যে যে ভাগ সৃষ্টি হয়েছিল সমঝোতার মাধ্যমে এর সমাধান হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বরিশাল মহানগর জাতীয় পার্টি। গতকাল শুক্রবার জাতীয় পার্টির প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর বাজার রোডে অবস্থিত বরিশাল মহানগর জাতীয় পার্টির অফিসে সংক্ষিপ্ত এক আলোচনা সভায় এ শুভেচ্ছা ও অভিনন্দন জনানো হয়। এসময় বক্তারা বলেন, প্রয়াত নেতা হুসেইন মোহাম্মদ এরশাদের ‘নির্দেশনা’ অনুযায়ী তার ভাই জিএম কাদেরই দলের চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। আর সংসদে বিরোধী দলীয় নেতার দায়িত্বে ও দলের প্রধান পৃষ্টপোষক থাকবেন এরশাদের স্ত্রী পল্লীমাতা রওশন এরশাদ। এক যৌথ ঐক্য প্রতিক্রিয়ায় এমন বিবৃতি প্রদান করা হয়। এসময় আরো বলা হয় জাতীয় পার্টি তিন যুগ পেরিয়ে আজ ৩৭ বছরে পদার্পন করেছে কেউ এ দলের নেতা কর্মিদের বিভ্রান্ত করতে পারবে না। বাংলাদেশ বিনির্মানে পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ বহু ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে জাতীয় পার্টি কে প্রতিষ্ঠিত করেছেন। দেশ এবং জাতি গঠনে তার অবদান অনস্বীকার্য। তার আদর্শ ও জাতীয় পার্টির অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। জাতীয় পার্টি সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য প্রক্রিয়ার মধ্য দিয়ে একসাথে থাকবে। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির বরিশাল মহানগর সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো.আলতাব হোসেন ভাটি, সদস্য সচিব জাহাঙ্গীর হোসেন, যুগ্ম আহবায়ক আলহাজ্ব মানিক সরদার, যুগ্ম আহ্বায়ক মো. মহসিন মিয়া, যুগ্ম আহবায়ক তাহির তালুকদার, মহানগর নেতা মো. দেলোয়ার হোসেন, সাকিব আলম, সেলিম মিয়া, ইউনুস মিয়া, বারেক ওজাসহ প্রমুখ।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD