বরিশোলে বিএনপির প্রতিবাদ সমাবেশ

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
বরিশালে বিএনপির বিক্ষোভ সমাবেশ

সরকার জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কাগজ থেকে মুছে ফেললেও মানুষের মন থেকে মুছে ফেলতে পারবেনা। বরিশালে বিএনপির প্রতিবাদ সমাবেশে এ কথা বললেন বিএনপির নেতৃবৃন্দ। শনিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় নগরের সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর বীর উত্তম খেতাব কেড়ে নেয়ার অপচেষ্টার প্রতিবাদে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি। এসময় বক্তারা আরো বলেন, জিয়া বীর উত্তম খেতাব কারো অনুকম্পা বা দয়ায় পান নি। তার কর্মকান্ডের ফলশ্রুতি স্বরূপ তাকে এই খেতাব দেয়া হয়েছিল। কিন্তু বর্তমান সরকার ইর্ষান্বীত হয়ে জিয়ার উপর অবিচার করছে। দেশের মানুষ বর্তমান সরকারের এধরনের বেআইনী কর্মকান্ড মানবেনা। বক্তারা আরো বলেন, সরকার বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। ভোটের নামে প্রহসন করছে। সমাবেশে বক্তৃতা করেন মহানগর বিএনপির সভাপতি মজিবর রহমান সরোয়ার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জিয়াউদ্দিন সিকদার, যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ আকবর হোসেন, মহানগর যুবলীগ সভাপতি আক্তারুজ্জামান শামীম প্রমূখ।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD