বিদেশে স্পিনারদের উইকেট দেওয়া অপরাধ : মুমিনুল

দক্ষিণ বাংলা
দক্ষিণ বাংলা সোমবার, ৪ এপ্রিল, ২০২২

প্রথম ইনিংসে টপ-অর্ডারদের ধ্বসিয়ে দিয়েছিলেন অনেক বছর পর জাতীয় দলে ফেরা সায়মন হার্মার। দ্বিতীয় ইনিংসে তো দশ উইকেটের সবগুলোই নিয়েছেন স্পিনাররা। কেশভ মাহারেজ ৭ ও হার্মার পেয়েছেন তিন উইকেট।

এর চেয়েও বড় ব্যাপার, দ্বিতীয় ইনিংসে পেসারদের হাতে বল দেওয়ার প্রয়োজনও অনুভব করেননি প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার। স্পিনারদের কাছে এমন ধরাশায়ী হয়েও বাংলাদেশ অধিনায়ক মুমিনুল বলছেন, বিদেশে স্পিনারদের উইকেট দেওয়া রীতিমতো অপরাধ।

ডারবান টেস্ট শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘বিদেশে এসে স্পিনারদের উইকেট দেওয়া বিরাট বড় অপরাধ। বিদেশে স্পিনারদের উইকেট দেওয়াই উচিত না। এ কারণে দায়টা আমারই সবচেয়ে বেশি। কারণ স্পিনারদের বিপক্ষেই তো রান করার সুযোগ বেশি থাকে। অবশ্যই এটা আমাদের ব্যাটিং ব্যর্থতা।’

ম্যাচটি জেতা উচিত ছিল বলেও বিশ্বাস করেন মুমিনুল, ‘একটা সময় তো পরিবর্তন হতেই হবে। কারও না কারও হাত তুলতেই হতো। বিদেশে গিয়ে আমরা জিতবো এটার ব্যাপারে আমরা এখন সিরিয়াস। এটা অবশ্যই ইতিবাচক ব্যাপার।’

ডারবান টেস্টের পর মুমিনুলের কাছে জানতে চাওয়া হয়েছিল তার ফর্ম নিয়েও। গত ১০ ইনিংসের সাতটিতেই তিনি ফিরেছেন সিঙ্গেল ডিজেটে। এ নিয়ে তিনি বলেছেন, ‘না ফর্ম নিয়ে উদ্বিগ্ন না। একটা ভাল ইনিংস খেললে আমি আবার ভালো অবস্থায় চলে আসবো।’


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD