ব‌রিশা‌লে গভীর রা‌তে দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অ‌গ্নিকা‌ন্ড

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১

বরিশাল নগরী‌তে গভীর রা‌তে মোটরসাই‌কেল শো রুম সহ দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানে পৃথক অগ্নিকান্ডের ঘটনায় ব‌্যাপক ক্ষয়ক্ষ‌তি হ‌য়ে‌ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশোনের সদস্যরা উভয় স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল নগরীর বটতলাস্থ অগ্রণী ব্যাংক সংলগ্ন লেপ-তোষকের দোকানে প্রথম অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আধঘটনার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটেলও টিনশেড ওই দোকানটি মালামালসহ পুড়ে যায়।

দোকান মালিক হাবিব জানান, তার দোকানে থাকা আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়েছে।

এদিকে বটতলায় অগ্নিকান্ডের ঘটনার কিছু সময় পরে নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন টিভিএস মোটরসাইকেল এর শো-রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে শো-রুমে থাকা মোটরসাইকেলর মধ্যে ৫টি মোটরসাইকেল আগুনে পুড়ে যায় এছাড়া
শো-রুমটির পেছনের একটি অংশও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। যাতে আনুমানিক ৫০ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শো-রুম স্টাফ মোঃ নিয়াজ।

এ অগ্নিকান্ডের ঘটনাও বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, খবর পেয়ে তারা এবং বরিশাল দক্ষিন স্টেশানের মোট ৫টি ইউনিট মিলে উভয় ঘটনাস্থলে যান এবং আগুন নেভানোর কাজ করেন।

ক্ষয়ক্ষ‌তির প‌রিমান এখ‌নো নিরুপন করা সম্ভন হয়‌নি ব‌লে জা‌নি‌য়ে‌ছেন ফায়ার সা‌র্ভিসের এই কর্মকর্তা।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD