মিল্কিওয়ে গ্যালাক্সির আকর্ষণীয় ছবি শেয়ার করল নাসা

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা রবিবার, ৩০ মে, ২০২১
মিল্কিওয়ে গ্যালাক্সির আকর্ষণীয় ছবি শেয়ার করল নাসা

মহাকাশ স্টেশন থেকে তোলা মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার ছবিগুলো সবসময়ই ছিল আলোচনায়। ছবিগুলো দেখে ক্ষণিকের জন্য হারিয়ে যাওয়া যায় অন্য দুনিয়ায়। এবারও তেমন একটি অসম্ভব মনোমুগ্ধকর ছবি প্রকাশ করে মহাকাশপ্রেমীদের কাছে নতুন করে আলোচানায় সংস্থাটি। কারণ এবার প্রকাশ করা হয়েছে মিল্কিওয়ে গ্যালাক্সির ছবি।

এই প্রথম মিল্কিওয়ে গ্যালাক্সির হিংসাত্মক রূপ দেখল বিশ্ববাসী। সম্প্রতি নাসা মিল্কিওয়ে গ্যালাক্সির অতিশয় শক্তিশালী, হিংসাত্মক নক্ষত্রগুলোর ছবি পাঠিয়েছে। যা একটা শহরের সঙ্গে তুলনা করেছে মহাকাশ গবেষণা সংস্থাটি।

গত দু-দশক ধরে মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রে থাকা কোটি কোটি তারা এবং অজস্র ব্ল্যাকহোলের ছবি তুলেছে চন্দ্র এক্স-রে অবজারভেটরি। এর মাধ্যমেই ছায়াপথের ছবি ক্যাপচার করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার একটি রেডিও টেলিস্কোপও এই ছবিটি পাঠিয়েছে।

নাসা জানিয়েছে, এই ব্যস্ত এবং শক্তিশালী সৌরমণ্ডল আমাদের থেকে ২৬০০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। এই রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির মাসিক জুন সংখ্যায় প্রকাশিত হয়েছে। এই চন্দ্র-এক্সরে ১৯৯৯ সালে লঞ্চ হয়েছিল।

এরআগে, সম্প্রতি দক্ষিণ আটলান্টিক মহাসাগর এবং ওরিওন নীহারিকার ছবি তুলেছিল নাসা।

সূত্র: সিএনএন


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD