মোংলা পৌরসভায় দীর্ঘ ১৭ বছর পর জয় পেয়েছে আওয়ামীলীগ

মনির হোসেন,মোংলা
দক্ষিণ বাংলা শনিবার, ১৬ জানুয়ারী, ২০২১
মোংলা পৌরসভায় দীর্ঘ ১৭ বছর পর জয় পেয়েছে আওয়ামীলীগ

বিএনপির ঘাঁটি বলে পরিচিত মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনে দীর্ঘ ১৬ বছর পর জয় পেয়েছে আওয়ামীলীগ। এ পৌরসভায় সর্বশেষ আওয়ামীলীগের চেয়ারম্যান ছিলেন শেখ আব্দুস সালাম। ২০০৩ সালে পৌর চেয়ারম্যান শেখ আব্দুল হাই সাহেবের মৃত্যুর পর পৌরসভার উপনির্বাচনে আওয়ামীলীগের টিকিটে জয়লাভ করেন তারই ছোট ভাই শেখ সালাম। ওই সময় বিএনপির প্রার্থী ছিলেন মরহুম হালিম তালুকদার। ২০০৪ সালে সেই শেখ আব্দুস সালামকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন বিএনপি মনোনিত প্রার্থী মোল্লা আব্দুল জলিল।

সর্বশেষ ২০১১ সালের ১৩ জানুয়ারী পৌরসভা নির্বাচনে জয়লাভ করে বিএনপির মো. জুলফিকার আলী। ওই সময় আওয়ামীলীগ ক্ষমতায় থাকলেও দলের অভ্যন্তরীল কোন্দলের কারনে পৌরসভার নেতৃত্ব হারায় তারা।

পরে সীমানা জটিলতার কারনে ২০১৬ সালে মোংলা পৌরসভায় কোন নির্বাচন হয়নি। ফলে মেয়র জুলফিকার আলী দুই মেয়াদে দীর্ঘ ১০ বছর মেয়রের দায়িত্ব পালন করেন।

অবশেষে সীমানা সংক্রান্ত জটিলতার অবসান হলে নির্বাচনের গ্রেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। ২০২১ সালের ১৬ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনে ১২ হাজার ১২৫ ভোট পেয়ে মেয়র নির্বাচিত হন আওয়ামীলীগ সমর্থিত শেখ আব্দুর রহমান। এদিকে কেন্দ্র দখল, ভোটারদের বের করে দেওয়া, এজেন্টদের বের করে দেওয়াসহ সাংবাদিক সম্মেলনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ভোট শুরুর দুই ঘন্টার মধ্যে ভোট বর্জনের ঘোষনা দেন বিএনপি সমর্থিত মেয়র জুলফিকার আলী ও দলীয় কাউন্সিলরসহ অন্যান্য স্বতন্ত্র প্রার্থীরা। এ নির্বাচনে ধানের প্রতীক নিয়ে মাত্র ৫৯২ ভোট পেয়েছেন জুলফিকার আলী। এছাড়াও পৌরসভার সবগুলো ওয়ার্ডে জয়লাভ করেছে আওয়ামীলীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থীরা। নির্বাচনে মোট ভোট পড়েছে ৩৯ শতাংশ বলে জানিয়েছেন উপজেলা নির্বাচন অফিসার আব্দুল্লাহ আল মামুন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD