শিরোপা জেতার মতো স্কোয়াড আছে বার্সেলোনার

নিউজ ডেস্ক
দক্ষিণ বাংলা শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
শিরোপা জেতার মতো স্কোয়াড আছে বার্সেলোনার

বার্সেলোনা কি আবার ঘুরে দাঁড়াতে পারবে? চ্যাম্পিয়ন্স লিগের স্বপ্ন এখন দূরাশা। কিন্তু লা লিগাতেও তারা শিরোপা থেকে অনেক দূরে। গত সপ্তাহে বায়ার্ন মিউনিখের কাছে হেরে নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়। এখন তারা খেলবে ইউরোপা লিগে।

বার্সেলোনা কি তাহলে শেষ হয়ে গেল? কী হয়েছে তাদের? কিছুদিন আগে বার্সেলোনার দায়িত্ব নিয়েছেন খেলোয়াড় হিসেবে ক্লাবটির কিংবদন্তি জাভি হার্নান্দেজ। তিনি মনে করেন বার্সেলোনার সমস্যাটা খেলার চেয়ে বেশি মানসিক। এই স্কোয়াড নিয়ে শিরোপা জেতা সম্ভব বলেও মনে করেন জাভি।

তিনি বলেছেন, ‘এটা ফুটবলের চেয়েও বেশি মানসিক ব্যাপার। তাদের বিশ্বাস করতে হবে আর জানতে হবে এটাই তাদের কাজ। আমরা তাদের সাহসী হতে উদ্ভুদ্ধ করছি। বার্সেলোনায় ছয় বা সাত ভাগ দেওয়াটা যথেষ্ট না।’

‘আমরা যেটা খুঁজে পাচ্ছি না, সেটা হলো সাহস। আর বার্সেলোনা ছোট স্বপ্ন দেখতে পারে না, বড় দেখতে হবে। সাহসী হওয়া ও খেলাটা বুঝতে পারলে আমরা যা চাচ্ছি, তার কাছ থেকে এত বেশি দূরে নেই।’

বার্সেলোনার বর্তমান স্কোয়াডের পক্ষেও শিরোপা জেতা সম্ভব বলে মনে করেন জাভি, ‘আমাদের স্কোয়াডের প্রতিদ্বন্দ্বীতা করার ও শিরোপা জেতার মতো সামর্থ্য আছে। বায়ার্ন ম্যাচেও মানসিক ব্যাপারই কাজ করেছে, কিন্তু এখানে হারের অভ্যস্ততার ব্যাপারটাও ছিল।’

ভবিষ্যতে দল নিয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়ে জাভি বলেন, ‘দলের সবসময়ই উন্নতি করতে হবে। সামনে খেলোয়াড় ভেড়ানোর সুযোগ আছে। অনেক কথাবার্তাই হচ্ছে, সেগুলো ফলপ্রসূও। আমি নিজের কাছে পরিষ্কার। আমাদের একটা আর্থিক সমস্যা আছে, কিন্তু দলের উন্নতির জন্য কাজ করে যেতে হবে। স্কোয়াডকেও আরও প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ করতে হবে।’


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD