সহপাঠী হত্যার বিচারের দাবিতে বিক্ষোভে নর্থ-সাউথের শিক্ষার্থীরা

দক্ষিণ বাংলা
দক্ষিণ বাংলা শনিবার, ২ এপ্রিল, ২০২২

রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় সহপাঠী মাইশা মমতাজ মিম নিহতের ঘটনায় বিক্ষোভ করছেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা ঘটনায় জড়িতদের বিচার, নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছেন।

শনিবার (২ এপ্রিল) সকালে শুরু হওয়া বিক্ষোভ এ রিপোর্ট লেখার সময়ও চলছে। তবে সকালে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসুন্ধরা গেটের সামনে দাঁড়ালে কিছুক্ষণের মধ্যেই তাদের ক্যাম্পাসের ভেতরে ফেরত পাঠায় পুলিশ।

বিক্ষোভে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘নিরাপদ সড়ক চাই’ ইত্যাদি স্লোগান ও প্ল্যাকার্ড নিয়ে উপস্থিত হয়েছেন।

বিক্ষোভের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী মেজনাজ আসমা বলেন, আমরা গত ৫ বছর ধরে মাঠে নামছি। তবুও সড়কে শিক্ষার্থীর মৃত্যু কমছে না। আমি বলব এগুলো হত্যাকাণ্ড। মিমকে হত্যা করা হয়েছে। আমরা মিম হত্যার বিচার চাই। প্রতিবার এভাবে আমাদের সহপাঠী মারা যাচ্ছে, অথচ জড়িত কারো দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে না। আমরা চাই আগে আমাদের যেসব সহপাঠী সড়কে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেসব হত্যাকারীদের দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি হোক।

ভাটারা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম বলেন, প্রথমে শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের গেটের বাইরে অবস্থান করে। পরে তাদের বুঝিয়ে ক্যাম্পাসের ভেতরে নেওয়া হয়। বর্তমানে তারা ক্যাম্পাসের ভেতরে বিক্ষোভ করছে।

শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় রাজধানীর কুড়িল ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নিহত হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD