সারাজীবন বেঙ্গালুরুতেই খেলতে চেয়েছিলেন চাহাল

দক্ষিণ বাংলা
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২

রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়েই তাকে চিনেছে বিশ্ব। দলটিতে খেলেছেন প্রায় আট বছর। ইউজবেন্দ্র চাহাল কখনো ভাবেনওনি অন্য কোনো দলের হয়ে খেলতে হবে তার। কিন্তু এবারের আইপিএলে তাকে দেখা যাবে না দলটিতে। কারণটা অবশ্য চাহাল নন, তাকে যে নিলাম থেকে দলেই নেয়নি বেঙ্গালুরু!

২০১০ সালে আইপিএলে প্রথম সুযোগ পেয়েছিলেন চাহাল। কিন্তু ২০১৪ সালে প্রথমবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরের হয়ে প্রথম একাদশে নিয়মিত সুযোগ পান। এবারের নিলামে তাকে নিয়ে আগ্রহ দেখায়নি বেঙ্গালুরু, এই স্পিনারকে দলে নেয় রাজস্থান রয়্যালস। তবে চাহালকে নাকি আশ্বাস দেওয়া হয়েছিল, এমনটিই জানালেন তিনি।

চাহাল বলেছেন, ‘বেঙ্গালুরু ও তাদের সমর্থকদের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমি কোনও দিন ভাবিনি অন্য দলের হয়ে খেলব। অনেকেই জিজ্ঞাসা করেছে, কেন বেশি টাকা চেয়েছিলাম? তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি কিচ্ছু চাইনি। দলের ডিরেক্টর মাইক হেসন আমাকে ডেকে বলেছিল বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মোহম্মদ সিরাজকে তারা রিটেন করবে। আমার কাছে কিছু জানতে চাওয়া হয়নি।’

‘বেঙ্গালুরুর ম্যানেজমেন্ট বলেছিল যে নিলামে আমাকে কেনা হবে। কিন্তু সেটা তারা করেনি। ওরা আমাকে জিজ্ঞেস করেনি যে আমি থাকতে চাই কি না? জিজ্ঞেস করলে আমি থাকতে চাইতাম। টাকা শেষ কথা নয়। ওরা আমাকে বলেছিল, নিলামে কিনবে। কিন্তু সেটা করেনি। কথা দিয়ে কথা রাখেনি বেঙ্গালুরু। কিন্তু আমি সারা জীবন বেঙ্গালুরুর সমর্থকদের একইভাবে ভালবাসবো।’


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD