সালাহদের মুখোমুখি হওয়ার আগে ‘বাচ্চাদের মতো ঘুমাবেন’ গার্দিওলা

দক্ষিণ বাংলা
দক্ষিণ বাংলা শনিবার, ৯ এপ্রিল, ২০২২

প্রিমিয়ার লিগের শীর্ষে লিভারপুল থেকে মাত্র ১ পয়েন্টে এগিয়ে আছে ম্যানচেস্টার সিটি। সেই দুই দল আগামীকাল রাতে মুখোমুখি হবে প্রিমিয়ার লিগের ‘অঘোষিত’ ফাইনালে।

এমন এক ম্যাচের আগে দুই দলে চাপ চলে আসাটা কঠিন কিছু নয় মোটেও। তবে সিটি কোচ পেপ গার্দিওলা জানালেন এই চাপ তো তাকে ছোঁবেই না, উল্টো তিনি এই ম্যাচের আগে বাচ্চাদের মতো ঘুমাবেন বলে জানিয়েছেন তিনি।

এই ম্যাচের সাগে সংবাদ সম্মেলনে গার্দিওলা জানান এ বিষয়টি। তিনি বলেন, ‘এই ম্যাচের তিন পয়েন্টটা বিশাল; তবে সেই ম্যাচের বাইরেও আরও সাতটা ম্যাচ বাকি থাকবে। চ্যাম্পিয়ন্স লিগ বাকি, এফএ কাপ বাকি আছে।’

তিনি আরও যোগ করেন, ‘তাদেরকে হারানোর চেষ্টা করতে হবে আমাদের। সামর্থ্যের শেষ বিন্দু দিয়ে লড়বে আমার দল। এ কারণেই আমি এখানে এসেছি আজ। আমি চলতি বছর বাচ্চাদের মতো ঘুমাচ্ছি। রোববারের ম্যাচের জন্য তর সইছে না আমার।’

সিটি কাল জয় তুলে নিতে পরলে লিগের শিরোপার খুব কাছে চলে যাবে। তবে এই ম্যাচের আয়োজনের সমসূচি নিয়ে গার্দিওলা যারপরনাই বিরক্ত। বললেন, ‘আমি ম্যাচটার সময়য় নিয়ে বেশ হতাশ, কারণ তারা ম্যাচটা এমন সময়য় আয়োজন করেছে, যখন টাউগার উডস গলফ কোর্সে ফিরে আসবেন!’


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD