হাইকোর্টের নির্দেশ জয় বাংলা’ হবে জাতীয় স্লোগান

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
হাইকোর্টের নির্দেশ জয় বাংলা’ হবে জাতীয় স্লোগান

আগামী ১৬ ডিসেম্বর থেকে সব রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার এ-সংক্রান্ত রিটের শুনানিতে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ নির্দেশ দেন। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD