আগৈলঝাড়ায় আনসার ভিডিপির মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা রবিবার, ৬ নভেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়া উপজেলা আনসার ও ভিডিপি আয়োজনে ১০ দিনব্যাপী গ্রাম ভিত্তিক পুরুষ-মহিলা অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। রোববার সকালে উপজেলার টেমার মালেকা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আয়শা সুলতানার সভাপতিত্বে গ্রাম ভিত্তিক পুরুষ-মহিলা অস্ত্রবিহীন মৌলিক প্রশিক্ষণ উদ্বোধন করেন অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন, টেমার মালেকা খাতুন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান, উপজেলা প্রশিক্ষক আমিরুল ইসলাম, গৈলা ইউনিয়ন দলপ্রতি হানিফ মৃধা প্রমুখ। এসময় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপিন চন্দ্র বিশ্বাস বলেন, প্রশিক্ষণ গ্রহণকারী সদস্যরা প্রশিক্ষণলব্ধ জ্ঞান, মেধা, শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ১০ দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলার ৩২ জন পুরুষ ও ৩২ জন মহিলা অংশ নিয়েছেন।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD