আগৈলঝাড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

“উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন, বিভিন্ন সড়কে র‌্যালী ও পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শহীদ সুকান্ত আব্দুল্লাহ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে ডিজিটাল উদ্ভাবনী মেলায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, একাডেমীক সুপারভাইজার প্রাণ কুমার ঘটক, ডা. অসিম রঞ্জন হালদার, উপজেলা আইসিটি কর্মকর্তা আমিনুল ইসলাম, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক প্রমুখ। উদ্বোধন শেষে মেলায় অবস্থিত স্টলগুলো পরিদর্শন এবং বিভিন্ন নতুন নতুন উদ্ভাবনী সম্পর্কে ধারনা করেন অতিথিরা। মেলায় মাধ্যমিক, প্রাথমিক, কৃষি, স্বাস্থ্য, ব্যাংক, প্রাণীসম্পদ, তথ্যআপা, ভূমি অফিস, বিদ্যুৎ অফিস ও ইউনিয়ন ডিজিটাল সেন্টারসহ মোট ১০টি স্টল ডিজিটাল উদ্ভাবনী অলিম্পিয়াডে অংশগ্রহন করেন। এ সময় উপজেলার কর্মকর্তা-কর্মচারী, স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন উপস্থিত ছিলেন। এ উপলক্ষে বিকেলে পুরস্কার বিতরনী ও সমাপনী অনুষ্ঠান শেষে মেলায় অংশগ্রহণকারী ৩টি ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানের ও সেরা স্টলের ৩টিসহ মোট ৬টি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে স্থানীয় শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD