আগৈলঝাড়ায় সচেতনতা বাড়াতে ওয়ার্ল্ড প্রিম্যাচিওর ডে পালন

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় সচেতনতা বাড়াতে ওয়ার্ল্ড প্রিম্যাচিওর ডে পালন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ওয়ার্ল্ড প্রিম্যাচিওর ডে উপলক্ষে র‌্যালী বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রশিক্ষণ হররুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে সচেতনতা বাড়াতে ওয়ার্ল্ড প্রিম্যাচিওর ডে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মামুন মোল্লা, ডা. সাবিনা আফরোজ, ডা. রায়হান আলম, ডা. অংকুর কর্মকার, ডা. ফারহানা ইসলাম, ডা. তানজিনা আক্তার প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, প্রতি বছর বিশ্বের প্রায় দেড় কোটি শিশু নির্ধারিত সময়ের আগেই পৃথিবীর আলো দেখে। কিন্তু মায়ের গর্ভে ভ্রুণের পরিপূর্ণ হয়ে উঠতে সময় লাগে ২৮০ দিন। কিন্তু নানান কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই তারা পৃথিবীর আলো দেখে থাকে। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে এই সব দুর্বল নবজাতকদের অনেককেই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে। কিন্তু অনেককেই বাঁচানো যাচ্ছে না। এই বিষয়ে বাবা, মা-সহ বাড়ির লোকজনদেরও সচেতন থাকা উচিত। ওয়ার্ল্ড প্রিম্যাচিওরটি ডে তে সব বাবা মায়েরা এবং তাঁদের পরিবার এই বিষয়ে সচেতন এবং সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে পৃথিবীতে সুস্থ পরিপূর্ণ শিশুকে আনতে আহবান জানান তিনি।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD