আগৈলঝাড়ায় সরকার ঘোষিত লকডাউন মানছে না কেউ

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা বুধবার, ৭ এপ্রিল, ২০২১
৫ এপ্রিল থেকে এক সপ্তাহের জন্য লকডাউন

বরিশালের আগৈলঝাড়ায় সরকার ঘোষিত লকডাউন মানছে না ব্যবসায়ীসহ সাধারন লোকজন। উপজেলা প্রশাসন থেকে অভিযান পরিচালনা করার পরেই পুনরায় সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখা হয়। সারা দেশে করোনা ভাইরাসের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সরকার ৫এপ্রিল থেকে ১১এপ্রিল পর্যন্ত এক সপ্তাহের জন্য লকডাউন ঘোষনা করেন। জরুরী প্রয়োজনীয় ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সকল প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয় সরকার থেকে।

লকডাউনের তৃতীয় দিন বুধবার উপজেলার ৫টি ইউনিয়ন ঘুরে দেখা গেছে বিভিন্ন স্থানে দুই-একটি ব্যবসা প্রতিষ্ঠান বাদে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে। অনেক ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রেতা ও ক্রেতা কারো মুখে মাস্ক নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হাশেম লকডাউন শুরুর পর থেকেই প্রতিদিন উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে চলে আসার পরেই পুনরায় ওই স্থানে সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা হচ্ছে। এরকম চলতে থাকলে উপজেলায় করোনা ভাইরাসের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পাবে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD