আগৈলঝাড়ায় সহকারী শিক্ষকদের প্রতিনিধি সম্মেলন এবং নতুন কমিটির পরিচিতি সভা

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা বুধবার, ৩ মার্চ, ২০২১
আগৈলঝাড়ায় সহকারী শিক্ষকদের প্রতিনিধি সম্মেলন এবং নতুন কমিটির পরিচিতি সভা

“প্রাথমিক শিক্ষক ঐক্য গড়, ন্যায্য দাবি আদায় কর” এই শ্লোগানে বরিশালের আগৈলঝাড়ায় সহকারী শিক্ষক সমাজ উপজেলা শাখার নতুন কমিটি গঠনে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে শহীদ সুকান্ত আবদুল্লাহ হল রুমে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি তপন কুমার মন্ডল, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম জাফর, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এইচ.বি. এম আসাদুজ্জামানসহ অন্যনরা।

পরবর্তীতে একই মঞ্চে প্রাথমিক শিক্ষার গুনগতমান অর্জন নিশ্চিতকরনে মতবিনিময় ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সোহরাব হোসেন বাবুল সেরনিয়াবাতের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাশেম, আওয়ামীলীগ সভাপতি সুনিল কুমার বাড়ৈ, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন অধিকারী, ইউআরসি ইন্সট্রাক্টর শহীদুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার জামাল হোসেন গাজী, আবুল কালাম, প্রীতিশ বিশ্বাসসহ শিক্ষকবৃন্দ।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD