আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরের নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

আগৈলঝাড়া প্রতিনিধি
দক্ষিণ বাংলা শনিবার, ১ মে, ২০২১
আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরের নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরের নির্যাতন সইতে না পেরে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছে এক গৃহবধূ। মুমূর্ষ অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আহত গৃহবধূ ও তার পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে উপজেলার সেরাল গ্রামের মান্নান সিকদার ও তার ছেলে সুজন সিকদারের স্ত্রী আখি বেগমকে (২৫) তুচ্ছ ঘটনায় মারধর করে।

পরের দিন শুক্রবার দুপুরে আবারও আখির শ্বশুর মান্নান সিকদার আখিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধর করে। স্বামী এবং শশুরের নির্যাতন সইতে না পেরে অবশেষে আখি বেগম বিষপানে আত্যাহত্যার চেষ্টা করে। পরে আখির শ্বশুর বাড়ির লোকজন মুমূর্ষ অবস্থায় আখিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আখি অভিযোগ করেন তাকে মারধর এবং সে যে বিষপান করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে তা তার পিতার বাড়ির কাউকেই জানায়নি। বরং আমি অসুস্থ থাকা সত্বেও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে আমাকে আমার শ্বশুর বাড়ি নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে। পরে আমার পাশে থাকা এক রোগীর মাধ্যমে আমার পরিবারকে খবর দিলে তারা আমাকে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এঘটনায় শনিবার আখির ভাই বাবুল সরদার থানায় অভিযোগ দায়ের করেছে।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD