আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা কার্যক্রম পরিদর্শনে বিদেশী চিকিৎসগন

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ বাংলা বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যক্ষ্মা কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তাসহ তিন বিদেশী চিকিৎসগন।
বুধবার সকালে পরিদর্শনে আসেন তারা। এসময় আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনসহ হাসপাতালের চিকিৎসকবৃন্দ। পরে উপজেলা প্রশিক্ষন হল রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, কেনিয়া থেকে আগত চিকিৎসক ডা. চাকায় মুহওয়া, ভারত থেকে আগত চিকিৎসক ডা. শ্রীনিবাস নায়ার, ডা. জোসেফ ক্যারেল, স্বাস্থ্য অধিদপ্তরের ডেপুটি ডাইরেক্টর মো. আব্দুস সালাম, ডা. শাকিল আহম্মেদ, ডা. মো. আব্দুল হাদী খান, ডা. মোস্তফা খালেদ, ডা. আজাহারুল ইসলাম খান, ডা. সাব্বির আহম্মেদ, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হুমায়ুন শাহিন খান, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, আগৈলঝাড়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ, আরএমও ডা. মামুন মোল্লাসহ প্রমুখ। পরিদর্শনের পর অতিথিবৃন্দ উপজেলার সামগ্রীক স্বাস্থ্য ব্যবস্থার ভূয়সী প্রশংসা করেন এবং এ কার্যক্রমের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবং আরও উন্নত করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন। এছাড়া উপজেলাকে যক্ষ্মা মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন।
পরে উপজেলার মোল্লাপাড়া কমিউনিটি কিনিকের স্বাস্থ্য সেবার কার্যক্রম পরিদর্শন করেন তারা।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD