আরমানিটোলায় ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

ডেস্ক রিপোর্ট
দক্ষিণ বাংলা শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
আরমানিটোলায় ছয়তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় হাজী মুসা ম্যানশন নামে একটি ছয়তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিবাগত রাত ৩টা ১৮ মিনিটে ভবনটির নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহফুজ রিবেন বিষয়টি নিশ্চিত করেছেন। ভবনটির নিচতলায় ক্যামিক্যালের গোডাউন

তিনি বলেন, পুরান ঢাকার বাবুবাজার ব্রিজের পাশে আরমানিটোলায় ৬ তলা আবাসিক ভবনের নিচতলায় আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে। ভবনের নিচতলায় কেমিক্যালের গোডাউন এবং দোতলা থেকে পাঁচতালা পর্যন্ত লোকজন বসবাস করে।

জানা গেছে, ভবনের ছাদে ‌কিছু লোক আটকা পড়েছেন। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস।


আরো নিউজ
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD